বিশ্বকাপ ফাইনালে শেষ ওভারে ১৬ রান বাকি ছিল। সেই সময় হার্দিক পান্ডিয়ার হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। নিরাশ করেননি অলরাউন্ডার। মাত্র ৯ রান খরচ করে আটকে দিলেন দক্ষিণ আফ্রিকাকে। মাত্র দুমাস আগের ঘটনা। হার্দিক-রোহিতকে নিয়ে দ্বিধাবিভক্ত ফ্যানরা। এবার বিশ্বকাপ জিতে সেই হার্দিককেই জড়িয়ে গালে চুমু খেলেন রোহিত শর্মা। টেনে নিলেন বুকে।
বিশ্বকাপ জয়ের পর আবেগ বাধ মানেনি কোনও ক্রিকেটারের। এই সাফল্য়ের জন্য যেন অপেক্ষা করছিল আসমুদ্রহিমাচল। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের সঙ্গে এবার একই আসনে ভারত। দুবার বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়েছেন রোহিত ব্রিগেড।
আইপিএলে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করে মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাত টাইটান্স থেকে মুম্বইয়ে ফিরেই দলের নেতা হন তিনি। কিন্তু আইপিএলে মুম্বইয়ের পারফরম্যান্স একেবারেই ভাল হয়নি। হার্দিককেও প্রবল সমালোচনার মুখে পড়তে হয়।