ধকল, ক্লান্তি। আইপিএল শুরুর আগে এই শব্দগুলিই যেন তাড়া করছে ভারতীয় ক্রিকেটারদের। বুধবারই বিশ্বকাপের আগে ভারতের মাটিতে শেষ একদিনের সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের পর যেন এই প্রশ্নবাণ যেন আরও জোরদার হয়েছে। ইতিমধ্যেই প্রাক্তনদের দাবি, সামনের বিশ্বকাপকে মাথায় রেখে আইপিএলের সব ম্যাচ খেলা জরুরি নয়। কিন্তু বললেই বা কে শুনছে। সেটাই জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। চেন্নাইয়ে তিনি জানিয়েছেন, সব ম্যাচ খেলতে ক্রিকেটাররাও চান না। কিন্তু চাপ থাকে ফ্র্যাঞ্চাইজি থেকে।
ইতিমধ্যে যশপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ারের মতো তারকারা আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। অক্টোবর মাসে ঘরের মাঠে বিশ্বকাপেও তাঁদের পাওয়া যাবে কীনা, তা নিয়ে এখনও কেউ নিশ্চিত হতে পারছেন না। এরপরেও থাকছে দীর্ঘ ক্রিকেট। আইপিএল শেষ হলে ফের পর পর সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বিশেষ করে এশিয়া কাপ আছে।
প্রায় সব প্রাক্তনদের দাবি, আইপিএল খেলা কমানো হোক। বদলানো হোক ফরম্যাট। না হলে এই ধকল আরও বাড়বে। কারণ দেশের জার্সিতে ক্রিকেটারদের খেলতেই হবে। সেখানে পারফর্ম না পারলেই কথা উঠবে। ফলে একদিকে আইপিএলের চাপ, অন্যদিকে দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট। এই দুয়ের জাঁতাকলে প্রতিবারের মতো এবারও ভারতীয় ক্রিকেটাররা।