আমেদাবাদে খেললেও, তাঁদের মন পড়েছিল ক্রাইস্টচার্চে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ শেষে তা কার্যত স্বীকার করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কারণ, ক্রাইস্টচার্চের ম্যাচের উপরেই ঝুলে ছিল ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার অঙ্ক। তাই মাঠে থেকেও বারবার শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড ম্যাচের স্কোর সম্পর্কে খোঁজ নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। রোহিতের দাবি, উইলিয়ামসনের শতরানে নিউজিল্যান্ড জিততেই আমেদাবাদেও স্বস্তি নেমেছিল।
সোমবার ছিল আমেদাবাদ টেস্টের শেষ দিন। কিন্তু সকাল থেকেই ভারতীয় ক্রিকেট তাকিয়ে ছিল ক্রাইস্টচার্চের দিকে। কারণ, শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড ম্যাচের পঞ্চমদিন দাঁড়িয়ে ছিল এক রোমাঞ্চকর জায়গায়। শেষ দিনে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ভারতের বন্ধু হয়ে উঠেছে কেন উইলিয়ামসনের ব্যাট। তাঁর অনবদ্য অপরাজিত ১২২ রান, ভারতকে ওভালের খেলার রাস্তা মসৃণ করে দিয়েছে।
ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, ওভালে ফাইনালে আগে তারা ইংল্যান্ড চলে যেতে চান। এই ব্যাপারে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও তাঁর কথা হয়ে গিয়েছে। কারণ, ইংল্যান্ডের মাঠে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া কিন্তু একেবারেই অন্যরকম। তাই আগে থেকেই প্রস্তুতি চান ভারতীয় ক্রিকেটাররা।