রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় ক্রিকেট টিম। তার আগেই দলের সব দায় অধিনায়ক রোহিত শর্মার উপরেই চাপিয়ে দিলেন কোচ রাহুল দ্রাবিড়। জানিয়ে দিলেন, দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব রোহিতের উপরেই।
খেলতে নামার আগে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাহুল দ্রাবিড়। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, খেলা শুরু হলে দলের যাবতীয় দায়িত্ব অধিনায়কের। এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় তা অধিনায়ককেই করতে হবে।
কেন একথা বললেন দ্রাবিড়?
দ্রাবিড় মনে করেন, মাঠে নামার আগে পর্যন্ত দায়িত্ব রয়েছে কোচের। কিন্তু খেলোয়াড়রা মাঠে নামলে অধিনায়কের ভূমিকা বেশি। তাঁকেই বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।