এবার T20 বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত ব্যর্থ বিরাট কোহলি। তাঁর ব্যাটে রানের খরা। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। ভারত অধিনায়ক রোহিত শর্মা জানালেন, ফাইনালের জন্য সব তুলে রেখেছেন বিরাট।
বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে গুয়ানায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। এবার T20 বিশ্বকাপে এখনও পর্যন্ত ৭৫ রান করেছেন বিরাট কোহলি। এবার টুর্নামেন্টে তাঁর গড় ১০.৭১। রোহিত জানিয়েছেন, "বিরাট কোহলি দারুণ প্লেয়ার। যে কোনও ক্রিকেটারেরই খারাপ সময় যেতে পারে। আমরা ওর ক্লাস জানি। ১৫ বছর ধরে যখন কেউ খেলে, তখন ফর্মটা কোনও বড় বিষয় নয়। হয়তো ফাইনালের জন্য বাঁচিয়ে রেখেছে।"
এবার টুর্নামেন্টে ২৪৮ রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা। ৩টি হাফসেঞ্চুরিও করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছেন ৯২ রানের ইনিংস।