ওয়ানডে ম্যাচে প্রত্য়াবর্তন বিরাট ও রোহিতের। আর ফিরেই হাফসেঞ্চুরি করলেন অধিনায়ক রোহিত শর্মা। ৪৭ বলে ৫৮ রান করলেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ইয়ন মর্গানের রেকর্ড ভেঙে দিলেন হিটম্যান। এদিন তাঁর ব্যাট থেকে এল ৩টি ছয়। অধিনায়ক হিসেবে ২৩৪টি ছয় মেরে রেকর্ড গড়লেন তিনি। বিরাট কোহলির শুরুটা ভাল হল না। ৩২ বলে ২৪ রান করে ফিরলেন তিনি।
এদিন বৃষ্টির আশঙ্কা মাথায় নিয়ে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ৭৫ বলে ৫৬ রান করেন পাথুম নিশাঙ্কা। ৬৫ বলে ৬৭ রান করে ২০০ রানের গণ্ডি পার করান দুনিথ ওয়ালালাগে। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩০ রান তোলে শ্রীলঙ্কা। ২টি করে উইকেট নেন আর্শ্বদীপ সিং ও অক্ষর প্যাটেল।
জবাবে ব্যাট করতে নেমে রোহিত দুরন্ত শুরু করেন। কিন্তু চূড়ান্ত স্লো-ব্যাটিং শুভমান গিলের। ৩৫ বলে ১৬ রান করে ফেরেন তিনি। শুভমান আউট হওয়ার পরই পরপর দুটি উইকেট হারিয়ে ফেলে ভারত। ফেরেন রোহিত ও ওয়াশিংটন সুন্দর। ৫ রান করেন তিনি। ২৩ রান করে ফেরেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারও।