একদিকে তাঁর সমালোচকরা। অন্যদিকে, বিরাট-রোহিতদের সমালোচকরা। দুই সমালোচনাকে একার হাতে সামলে বর্ডার-গাভাসকর ট্রফিতে ফোকাস করলেন গুরু গম্ভীর। প্রথমে শ্রীলঙ্কা ও পরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার। এই সাঁড়াশি চাপে গম্ভীরের উক্তি, কে বলছেন তিনি চাপে রয়েছেন ? তাঁর উপরে কোনও চাপ নেই। সবটাই মিডিয়ার বানানো বলেই দাবি করেছেন ভারতের কোচ।
যা ফর্মের বহর, তাতে এবার অস্ট্রেলিয়ায় এসে ভুগতে হবে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। ভুগতে হবে বিরাট কোহলিকেও। সম্প্রতি অজি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক রিকি পন্টিং। ক্যানবেরা যাওয়ার আগে পান্টারকে উত্তর ফিরিয়ে দিয়েছেন গৌতি। গম্ভীরের পরামর্শ, অস্ট্রেলিয়ার ক্রিকেটের চড়কায় তেল দিন পন্টিং। ভারতীয় ক্রিকেট নিয়ে তাঁকে ভাবতে হবে না।
এই সফর শুরুর আগে থেকেই জল্পনা বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা খেলবেন কীনা ? অস্ট্রেলিয়া যাওয়ার আগে সেই জল্পনার উপর থেকে পর্দা তুললেন গুরু গম্ভীর। জানিয়ে দিলেন পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারত অধিনায়ক যশপ্রীত বুমরা। ঘরের মাঠে কিউইদের বিরুদ্ধে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার মাঠে প্রথম টেস্ট তিনি খেলতে পারবেন না বলে বোর্ডকে চিঠি লিখেছিলেন রোহিত।
দেশ ছাড়ার আগে ভারতের কোচ জানিয়েছেন, প্রথম টেস্টে খেলবেন না রোহিত। তিনি আপাতত অস্ট্রেলিয়া যাচ্ছেন না। দ্বিতীয় টেস্টের আগে তিনি ঠিক সে দেশে চলে যাবেন। একইসঙ্গে গম্ভীর জানিয়েছেন, প্রথম টেস্টে রোহিতের জায়গায় ওপেনার হিসাবে দেখা যাবে লোকেশ রাহুলকে।
১৯৯১ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। শেষবার পাঁচ ম্যাচের সিরিজে ভারত হেরেছিল ৪-০ ফলে। সিডনিতে একটি ম্যাচ ড্র হয়েছিল। তখন অবশ্য বর্ডার-গাভাসকর ট্রফি ছিল না। তিন দশক পর বদলে যাওয়া পার্থ থেকে শুরু ভারতের মিশন অস্ট্রেলিয়া।
এখানেও লক্ষ্য থাকবে চার-শূন্যে সিরিজ জেতা। না-হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে না ভারত। যা আরও চিন্তার গুরু গম্ভীরের কাছে।