সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ব্রিটিশ ক্রিকেটাররা। কিন্তু তাঁদের গায়ে রয়েছে ভুল নাম। সবাই প্রথমে অবাকই হয়েছিলেন। কিন্তু অ্যাশেজের পঞ্চম টেস্টের তৃতীয় দিনে অ্যালঝেইমার্সে আক্রান্তদের এভাবেই উৎসর্গ করলেন বেন স্টোকসরা। এই রোগে আক্রান্তরা অনেক সময়ই অনেক কিছু ভুলে যান। তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই নিজেদের গায়ে অন্যের নামের জার্সিতে মাঠে নেমেছিলেন জো রুটরা। যদিও ম্যাচ শুরুর পর তা তারা ঠিক করে নেন।
ইংল্যান্ড ক্রিকেটে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অ্যালঝেইমার্স সোসাইটির সিইও কেট লি। তিনি জানান,অ্যাশেজ়ের মাঝে এমন উদ্যোগ মানুষ মনে রাখবেন। হয়তো এ রকমও অনেক রোগী আছেন, যাঁদের অ্যাশেজ় নিয়ে নানা স্মৃতি আছে। কিন্তু সেগুলো তাঁরা এখন ভুলে গিয়েছেন। এটা খুবই দুঃখের।
আরও পড়ুন : বিশ্রামে রোহিত-বিরাট, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনে নেতা হার্দিক
অ্যাশেজের মধ্যেই অবশ্য আইপিএলের প্রসঙ্গ টেনেছেন ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুক। তাঁর মতে, অ্যাশেজের থেকেও কঠিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথমবার হায়দরাবাদের সঙ্গে খেলার পর এই উপলব্ধি ইংলিশ ক্রিকেটারের।