স্বপ্নের যাত্রা আরসিবির। টানা ৬ ম্যাচ জিতে আইপিএল প্লে-অফে যোগ্যতা অর্জন করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাই সুপার কিংসকে ঘরের মাঠে ২৭ রানে হারাল বিরাট-দুপ্লেসিরা। শনিবার এই ম্যাচ হেরে আইপিএল যাত্রা সমাপ্ত হল চেন্নাই সুপার কিংসের।
বৃষ্টিবিঘ্নিত প্রথম ইনিংসে এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড়। প্রথমে ব্যাট করে ২১৮ রান করে আরসিবি। বিরাট কোহলির ব্যাটে আসে ৪৭ রান। অর্ধশতরান করেন অধিনায়ক ফাফ দুপ্লেসিও। ২৩ বলে ৪১ রান রজত পাতিদারের। ১৭ বলে ৩৮ রান করেন ক্যামেরুন গ্রিন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ফিরতে হয় অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড়কে। ৩৭ বলে ৬১ রান করেন রাচীন রবীন্দ্র। ২২ বলে ৩৩ রান করে অজিঙ্কা রাহানে। শিবম দুবেকেও ফিরতে হয়। কিন্তু একা চেন্নাইকে টানেন রবীন্দ্র জাদেজা। ২২ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন তিনি। মহেন্দ্র সিং ধোনি আউট হতেই খেলা রাশে চলে আসে আরসিবির। প্লে-অফে যোগ্যতা অর্জন করতে হলে ২০০ রান করতে হত। ১৯১ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস।