আন্দ্রে রাসেল ক্রিজে মানেই বড় বড় ছয়। তেমনই একটি ছয় গ্যালারিতে পড়ে ৬ বছরের এক খুদে সমর্থকের মাথা ফেটে যায়। সেই সমর্থকের সঙ্গেই দেখা করতে ছুটলেন রাসেল।
MLC টুর্নামেন্টে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স টিমের হয়ে মাঠে নেমেছিলেন রাসেল। মরিসভিলের চার্চ স্ট্রিটে রাসেলের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৭০ রান। ৬টি চার ও একাধিক ছয় আসে। তারই মধ্যে একটি ছয় গ্যালারিতে এসে পড়ে। আহত হ. ৬ বছরের এক মেয়ে। ইনিংসের পর ওই খুদে ফ্যানকে দেখতে যান রাসেল। তাঁকে জড়িয়ে ধরেন। একটি অটোগ্রাফ করা ব্যাটও দেন তিনি।