একদিনে ২৩ উইকেট ! ১৪৬ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক নজিরবিহীন বুধবার উপহার দিয়েছে কেপটাউন। দক্ষিণ আফ্রিকার এই শহর হীরের খনি বলেই পরিচিত। সেখানে এই ঘটনায় অবাক ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর।
সচিনের মতে, এটা টেস্ট ক্রিকেটের পিচ হতে পারে না। কারণ, তিনি মনে করেন, দু দলের এমন কোনও ক্রিকেটার নেই, যাঁদের টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। কিন্তু এই পিচে কোনও অভিজ্ঞতাই কাজে লাগে না। কারণ, এই পিচ টেস্ট ক্রিকেটের অযোগ্য।
দক্ষিণ আফ্রিকার মাটিতে তাঁর মতো কোনও ভারতীয় ক্রিকেটারের এত রান নেই। কেপটাউনে তাঁর সেঞ্চুরিও রয়েছে। সেই সচিন জানিয়েছেন, এই ভাবে পিচ তৈরি করলে, টেস্ট ক্রিকেট তাঁর উত্তেজনা হারিয়ে ফেলবে। নিজের এক্স হ্যান্ডেলে নিউল্যান্ডের পিচ নিয়ে কড়া সমালোচনা করেছেন মাস্টার।