দুটো হাত নেই। কিন্তু তাতেও বিন্দুমাত্র দমেননি। পা দিয়েই ব্যাট তুলে নিয়েছেন। ক্রিকেটকে ভালবাসলে হাত ছাড়াও যে খেলা যায় তা তিনি দেখিয়ে দিয়েছেন বিশেষভাবে সক্ষম ক্রিকেটার আমির হুসেন। এবার তাঁর সঙ্গে দেখা করলেন সচিন তেন্ডুলকর। দিলেন উপহারও।
উপত্যকায় রয়েছেন মাস্টার ব্লাস্টার। কখনও ব্যাট কারখানা কখনও কচিকাঁচাদের সঙ্গে ক্রিকেট কিছুই বাদ রাখেননি তিনি। এবার নিজের ভক্তের সঙ্গেও দেখা করলেন। ছবি তুললেন। সই করে ব্যাট উপহার দিলেন। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন সচিন। ক্যাপশনে লিখেছেন, আমির সত্যি কারের হিরো, এভাবেই অনুপ্রেরণা দিয়ে যাও। তোমার সঙ্গে দেখা করে ভাল লেগেছে।'
আরও পড়ুন - দুটি ক্যাচ, দু'রকম প্রতিক্রিয়া, সরগরম রাঁচি টেস্ট
মাস্টারব্লাস্টারের দর্শন পেয়ে যার পর নাই আপ্লুত ক্রিকেটার আমিরও। সেটা ওই ভিডিয়ো দেখলেই বোঝা যাচ্ছে। যেখানে চোখের জল একপ্রকার ধরেই রাখতে পারেননি ভারতীয় প্যারা ক্রিকেট ক্যাপ্টেন আমির হুসেন।