ওয়ানডে ক্রিকেট একঘেয়ে হয়ে গিয়েছে। খেলাকে আরও জনপ্রিয় করতে গেলে ওয়ানডে ক্রিকেটকেও টেস্ট ফরম্যাটে সাজাতে হবে। স্পোর্টস তক-এর একটি সাক্ষাৎকারে এমনই জানালেন সচিন তেন্ডুলকর।
সম্প্রতি বর্ডার-গাভাসকর ট্রফির ৪ টেস্ট খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। ওয়ানডে ক্রিকেট নিয়েও সমর্থকদের মাথাব্যথা নেই। ওয়ানডে ক্রিকেটের ফরম্যাটে কী বদল আনতে চান সচিন! মাস্টার ব্লাস্টারের মতে, ওয়ানডে ক্রিকেটে ২৫ ওভার করে এক একটি ইনিংস করা যেতে পারে। ২৫ ওভার কোনও দল ব্যাট করবে। এরপর ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ইনিংসে নামবে দুই দল। সচিনের মতে বাণিজ্যিক ভাবেই এই আইডিয়া সফল হতে পারে। একটি ম্যাচে তিনবার ইনিংস ব্রেক হবে।
বর্ডার গাভাসকার ট্রফিতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে টেস্ট। এই নিয়েও মুখ খোলেন সচিন। সাক্ষাৎকারে তিনি জানান, টেস্ট ক্রিকেট মানেই বিভিন্ন পিচে খেলার পরীক্ষা দিতে হবে। সেটাই ক্রিকেটারদের কাজ। তিনদিনে টেস্ট শেষ হওয়ায় আপত্তি নেই তাঁর। তবে টিমের মানসিকতা নিয়ে খুশি নন তিনি। সচিন জানান, আইসিসি, এমসিসি-রা টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করার চেষ্টা করবেন।