বিরাট কোহলি (Virat Kohli) পেলেন না। পেলেন না সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav)। অস্ট্রেলিয়ায় T20 বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য স্যাম কারান (Sam Curran)। ১৩ উইকেট নিয়ে এই পুরস্কার জেতেন তিনি। সবচেয়ে তরুণ ক্রিকেটার হিসেবে টুর্নামেন্ট সেরা হওয়ার নজির গড়লেন ইংরেজ তারকা।
রবিবার ফাইনালের (T20 World Cup Final) মঞ্চে পুরস্কার নিতে গিয়ে স্যাম কারান বলেন, "স্টোকসি যেভাবে খেলেছেন, ফাইনালে ওর হাফসেঞ্চুরি। দলের জন্য এমন অবদান। এককথায় অসাধারণ।" টুর্নামেন্ট সেরা হওয়ার অন্যতম দাবিদার ছিলেন বিরাট কোহলি। ফাইনালে না পৌঁছলেও গোটা টুর্নামেন্টে ছন্দে ছিলেন তিনি। ভাল পারফরম্যান্স করেছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু সেমিফাইনালে ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু ধারেভারে অনেকটাই এগিয়ে ছিলেন কারান। তাঁকেই টুর্নামেন্ট সেরা বেছে নিয়েছে আইসিসি।
আরও পড়ুন: ইডেনের অভিশপ্ত রাত, লর্ডস ও মেলবোর্নে বিশ্বকাপ জিতে উশুল করলেন বেন স্টোকস
বিশ্বকাপ ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। এক ওভার বাকি থাকতে পাঁচ উইকেটে জিতেছে বেন স্টোকসরা। ৪ ওভার মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন স্যাম কারান।