দীর্ঘদিনের অপেক্ষার অবসান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার ৮ বছর পর প্রথম ওয়ানডে সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম আন্তর্জাতিক শতরান সঞ্জু স্যামসনের। সেঞ্চুরির পর আবেগপ্রবণ সঞ্জু। জানালেন, গত কয়েকবছর ধরে অনেকটা পরিশ্রমের ফসল।
২০১৫ সালে T20 ক্রিকেটে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন সঞ্জু। ওয়ানডে ক্রিকেটে অভিষেক ২০২১ সালে। শ্রীলঙ্কার বিরুদ্ধে। ১৫টি ওয়ানডে ম্যাচে প্রথম সেঞ্চুরি এল তাঁর ব্যাটে। সঞ্জু জানান, দারুণ লাগছে তাঁর। এই সেঞ্চুরি অনেকটা আবেগের। দক্ষিণ আফ্রিকার বোলারদের প্রশংসাও করলেন তিনি।