মরশুমের প্রথম হার। হারতে হল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসকে। শেষ ৪ ওভারে বাকি ছিল ৫৯ রান। শুভমান গিল আউট হতেই জয়ের গন্ধ পেয়েছিল রাজস্থান। কিন্তু কীভাবে ম্যাচ হাত থেকে বেরিয়ে গেল, ধরতে পারছেন না রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু।
ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জু জানান, "হারের পর একজন ক্যাপ্টেন হিসেবে কোথায় হারলাম, বলা কঠিন। কয়েকঘণ্টা পর আমি কারণগুলো বলতে পারব। গুজরাত টাইটান্সকেও কৃতিত্ব দিতে হবে। ওরা দারুণ খেলেছে। এই ম্যাচ থেকে শিক্ষা নেব।"
১৯৭ রান তাড়া করতে নেমে অধিনায়ক শুভমান গিলের ব্যাটে আসে ৪৪ বলে ৭২ রান। শেষদিকে ১১ বলে ২২ রান করেন রাহুল টেওটিয়া। ১১ বলে ২৪ রান করে ম্যাচ জিতিয়ে ফেরেন রশিদ খান।