T20 বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস আমেরিকার। জয়ের নায়ক আমেরিকার সৌরভ নেত্রাভলকর। আমেরিকায় পড়াশোনা করতে যান তিনি। এখন সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন বিশ্বের প্রথম সারির সংস্থা ওরাকেল-এ। আমেরিকার হয়ে T20 বিশ্বকাপে পারফরম্য়ান্সের পর তাঁর প্রশংসা সব মহলে।
বৃহস্পতিবার সুপার ওভারে সৌরভের হাতে বল তুলে দেন আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। সেই ওভারে মাত্র ১৩ রান খরচ করে দলকে জেতান সৌরভ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের হয়ে সর্বাধিক উইকেট তুলে নেন তিনি। কুচবিহার ট্রফিতেও বড় সাফল্য পান তিনি।
এক্স প্ল্যাটফর্মে সৌরভকে শুভেচ্ছা জানিয়ে পোস্টও করেছে ওরাকল। লেখা হয়েছে, "আমাদের নিজেদের ইঞ্জিনিয়ারও ক্রিকেট তারকা সৌরভের জন্য আমরা গর্বিত। আমেরিকার ক্রিকেট দলকে শুভেচ্ছা।"