ইডেন গার্ডেন্সে দাঁতে দাঁত চেপে লড়াই সৌরাষ্ট্রের। দ্বিতীয় দিন সকালে প্রথম সেশনের সুযোগ কাজে লাগাতে পারেননি বাংলার বোলাররা। শেল্ডন জ্যাকসন ও অর্পিত বাসদেবার বড় রানের পার্টনারশিপই পার্থক্য তৈরি করে দেয়। ৫৯ রান করে ফিরেছেন শেলডন।
দ্বিতীয় দিনেই লিড নিয়ে ফেলেছে সৌরাষ্ট্র। দ্রুত উইকেটের খোঁজে বাংলা। বাংলার হয়ে দুটি উইকেট নিয়েছেন মুকেশ কুমার ও ইশান পোড়েল। দ্বিতীয় দিনে উইকেট পাননি আকাশদীপ সিং। ৬৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৫ রান সৌরাষ্ট্রের।