রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ। T20 বিশ্বকাপে নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে নামছেন রোহিত ব্রিগেড। বাবর আজমদের বিরুদ্ধে মেগা যুদ্ধে কেমন হবে ভারতের সম্ভাব্য একাদশ। পাকিস্তান টিমের প্রথম একাদশে কারা থাকবেন!
রবিবার এই হাইভোল্টেজ ম্যাচে ভারতীয় শিবিরে নজরে থাকবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আয়ারল্যান্ড ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন হিটম্যান। কঠিন উইকেটে বেশ কয়েকটি বাউন্ডারি এসেছে তাঁর ব্যাটে। সম্ভাব্য একাদশে থাকবেন, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব। বোলিং আক্রমণে অনেক বৈচিত্র থাকছে। হার্দিক পান্ডিয়া, শিবম দুবে বল করতে পারেন। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবকে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। পেস আক্রমণে থাকতে পারেন জসপ্রীত বুমরা ও আর্শ্বদীপ সিং।
পাকিস্তান টিমের সম্ভাব্য একাদশে থাকবেন অধিনায়ক বাবর আজম। থাকতে পারেন সইম আয়ুব, মহম্মদ রিজওয়ান, ফাখর জামান, ইফতিকর আহমেদ, আজম খান, শাদাব খান। বোলিং আক্রমণে থাকতে পারেন হ্যারিস রাউফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ।