আহমেদাবাদে বিশ্বকাপের ম্যাচ খেলা নিয়ে আপত্তি তুলেছিল পাক ক্রিকেট বোর্ড। আইসিসির কাছে নাকি নালিশও করেছিল পিসিবি। পাক বোর্ডকে এই নিয়ে কটাক্ষ প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির। জানালেন, ভারতীয় সমর্থকদের সামনে জিতে এসে দেখানোই আসল চ্যালেঞ্জ।
পাকিস্তানের এক সংবাদমাধ্যমে আফ্রিকা জানিয়েছেন, আহমেদাবাদে পাকিস্তান কেন খেলবে না! আহমেদাবাদের নরেন্দ্র মোদী না খেললে কি ভারতের অপমানের জবাব দেওয়া যাবে! আফ্রিদি জানিয়েছেন, পাকিস্তানের উচিত, ভারতে এসে খেলা আর জেতা। কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া। শেষে যাই হোক না কেন, পাকিস্তানেরই জয় হবে।
আরও পড়ুন: স্কুপ সিক্স ! অ্যাসেজের প্রথম দিনে রুটের ব্যাটে মজে বিশ্ব ক্রিকেট
আফ্রিদি বলেন, "মিথ্যা আর গুজব থেকে বেরিয়ে এসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ইতিবাচক দিকটা ভাবা উচিত। যদি আহমেদাবাদ স্টেডিয়ামে ভারতীয় সমর্থকদের সামনে পাকিস্তান জিততে পারে,, তার থেকে ভাল কিছু হয় না। "