ওডিআই বিশ্বকাপে হতাশা জনক পারফরমেন্সের কারণ নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের সিনিয়র তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। তিনি জানিয়েছেন, গোটা বিশ্বকাপেই তাঁর চোখের সমস্যা ছিল। পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলেন না। সেই কারণেই খারাপ হয়েছে পারফরম্যান্স।
শাকিবের কথায়, মানসিক চাপের কারণে তাঁর বাঁ চোখের একপাশে দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল। যার প্রভাব পড়েছিল ব্যাটিংয়ে। দুই, একটি খেলায় নয় বরং গোটা বিশ্বকাপে তাঁর চোখের সমস্যা ছিল। সেই কারণেই তেমন রান তুলতে পারেননি তিনি।
শাকিব আরও জানিয়েছেন, চিকিৎসকরা কর্নিয়া এবং রেটিনায় ড্রপ দিয়েছিলেন। বলা হয়েছিল চাপ কমাতে হবে। তবে, তিনি এও জানিয়েছেন, ঠিক চাপের কারণেই এটা হয়েছিল কিনা তা তিনি জানেন না। এই বিষয়ে কোনও অজুহাত তিনি দিতে চান না।
আরও পড়ুন - পরিবারের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেশন ধোনির, পার্টিতে যোগ দিলেন ঋষভ পন্থ
তবে, শাকিবের মনে হয় বিশ্বকাপের আর কিছুদিন আগে অধিনায়কত্ব পেলে হয়তো সবকিছু ঠিক হয়ে যেত। কারণ তাঁর দর্শন অনুযায়ী দল খেলতে প্রস্তুত ছিল না। সেই কারণেই বিশ্বকাপে এমন ভরাডুবি হয়েছে বাংলাদেশের।