অশান্ত শ্রীলঙ্কা। রাজনৈতিক পালাবদলে জর্জরিত দ্বীপরাষ্ট্রের পরিস্থিতি। সেই আবহে কলম্বোর ক্রিকেট মাঠ থেকে উসকে উঠল ২৯ বছর আগের এক স্মৃতি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলছে পাকিস্তান। প্রথম টেস্টের তৃতীয় দিনে পাক স্পিনার ইয়াসির শাহের একটি বলই এখন চর্চার কেন্দ্রে। তাঁর ঘূর্ণিতে আউট হয়েছেন শ্রীলঙ্কার ব্য়াটার কুশল মেন্ডিস। আর এই বলকে বলা হয়েছে শতাব্দীর নতুন সেরা বল।
আজ থেকে ২৯ বছর আগে ইংল্য়ান্ডের মাটিতে অ্যাসেজ সিরিজে প্রথম বল করতে গিয়েছিলেন প্রয়াত শেন ওয়ার্ন। আর তাঁর প্রথম বলেই আউট হয়ে ফিরেছিলেন ইংল্য়ান্ড অধিনায়ক মাইক গ্যাটিং। গ্যাটিং তো বটেই, ওই বল দেখে অবাক হয়ে গিয়েছিলেন প্রবাদ প্রতীম আম্পায়র ডিকি বার্ডও। পরে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার স্বীকার করেছিলেন, প্রথমে তিনি ওই বল কিছুই বুঝতে পারেননি। পরে টেলিভিশন রিপ্লে দেখেন। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সেই বলই এখনও পর্যন্ত শতাব্দীর সেরা বল হিসাবে স্বীকৃত।
সেই বলের সঙ্গেই চর্চা শুরু হয়েছে হ্যারিসের এই ডেলিভারির। রীতিমতো টুইট করে পাক ক্রিকেট জানিয়েছে, ২৯ বছর পর শতাব্দীর সেরা বলের নতুন দাবিদার উঠে এসেছে। শ্রীলঙ্কার ক্রিকেটের তরফে টুইট করে বলা হয়েছে, দেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ইয়াসিরের এই ডেলিভারি যেন একটু অক্সিজেন। দেশের মানুষ অবশেষে অন্য় কিছু নিয়ে আলোচনা করছেন।
আর নায়ক ইয়াসির শাহের দাবি, শেন ওয়ার্ন হতে গেলে আরও অনেক পথ যেতে হবে। তার আগে ম্যাচ বাঁচাতে হবে পাকিস্তানকে।