টেস্ট শুরু হওয়ার আগে ভারতীয় দলে দুঃসংবাদ। শনিবার অনুশীলনে নেমে চোট পেলেন শার্দুল ঠাকুর। ব্যাট করার সময় কাঁধে চোট লাগে তাঁর। দ্বিতীয় টেস্টে কি থাকবেন না শার্দুল! সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৩ জানুয়ারি থেকে কেপটাউনে দ্বিতীয় টেস্ট। মনে করা হচ্ছে, দুদিনের মধ্যে স্ক্যান রিপোর্ট হাতে পাবে টিম ম্যানেজমেন্ট। তারপরই শার্দুলকে নিয়ে ভাববে দল। তবে নেটে বল করার সময় কাঁধে চোট পেয়ে অস্বস্তিতেই পড়েন শার্দুল। এরপর আর নেটে ছিলেন না তিনি। দ্বিতীয় টেস্টের আগে তাই তাঁর বাদ পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।শনিবার কেপটাউনে নেট সেশনের প্রথম ১৫ মিনিটের মধ্যেই চোট পান শার্দুল।