বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) ওভালে ডন ব্র্যাডম্যানের (Don Bradman) রেকর্ড ছুঁলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। প্রথম ইনিংসে স্টিভ স্মিথ ডেভিড ওয়ার্নারের উইকেটও নিয়েছিলেন। ব্যাটিংয়ে টিমের যখন ১৫২ রানে ৬ উইকেট পড়ে গিয়েছে, সেই সময় ১০৯ বলে ৫১ রান এল শার্দুল ঠাকুরের ব্যাট থেকে। ওভালে বিদেশি ক্রিকেটার হিসেবে পরপর তিনটি হাফসেঞ্চুরি করে ব্র্যাডম্যানের বিরল রেকর্ড স্পর্শ করলেন শার্দুল।
দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার শার্দুল। তাঁকে যে এনে ভুল করেনি টিম, তা প্রমাণ করলেন নাইট তারকা। তৃতীয় দিন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৬ ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন তিনি। শনিবার প্রথম সেশনে তাঁর বোলিং দলকে সাহায্য করবে বলে আশাবাদী অধিনায়ক রোহিত শর্মা।
আরও পড়ুন: তৃতীয় দিন ২৯৬ রানের লিড অস্ট্রেলিয়ার, দ্রুত উইকেট তোলাই লক্ষ্য ভারতের
দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই ২৯৬ রানের লিড নিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। শনিবার প্রথম সেশনকে কাজে লাগাতে না পারলে টিম ইন্ডিয়ার চাপ বাড়বে। দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী ব্যাটিং করতে হবে দলকে। শার্দুলের মতো অলরাউন্ডার কাজে আসবে দলের।