২০১০ ফুটবল বিশ্বকাপে পল দ্য অক্টোপাসকে মনে আছে! প্রত্যেক ফুটবল ম্যাচের আগে ফলাফলের পূর্বাভাস দিত পল। নিমেষে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। পলের পর ফুটবল বিশ্বকাপে এটাই হয়ে যায় ট্রেন্ড। এবার KKR টিমেও দেখা গেল এক সারমেয়কে। যার নাম টাইসন দ্য স্মার্ট বয়। ম্যাচের আগে ড্রেসিংরুমে অধিনায়কের সঙ্গে দেখা গেল টাইসনকে।
শুধু অক্টোপাস নয়, ম্যাচের পূর্বাভাস দিতে দেখা গিয়েছে হাতি, টিয়াপাখি, ঈগল, উটের মতো প্রাণীদের। কিন্তু আইপিএলে প্রাণীর পূর্বাভাস দেওয়া হয়তো এই প্রথম। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া থেকে টাইসনের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ওই ভিডিয়োতে কেকেআর জার্সি পরে দেখা যায় টাইসনকে। দেখা যায় কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ার ও মেন্টর গৌতম গম্ভীরকে। শ্রেয়সকে নিজে হাতে দেখা যায় টাইসনকে।
ইনস্টাগ্রামে টাইসন দ্য স্মার্ট বয়-এর একটি অ্যাকাউন্টও আছে। সেই অ্যাকাউন্টে তাঁর ফলোয়ার্স সংখ্যা প্রায় ৭৫ হাজার।