ইডেনে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে কেকেআর। পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পর অনেক সমালোচনা শুরু হয়েছিল টিমের বোলিং নিয়ে। তাঁরাই ইডেনে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। বোলারদের আলাদা করে প্রশংসা করলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। জানালেন কোন পথে জিতেছে কলকাতা।
ইডেনের উইকেটের চরিত্র নিয়ে দ্বিধায় ছিল কেকেআর। প্রথম ইনিংসে ২৬১ রান তুলেও হারতে হয় কলকাতাকে। এবার পরে ব্যাট করে সহজেই রান তাড়া করে জিতল কলকাতা। শ্রেয়স জানালেন, "এমন পিচ হবে, আশা করিনি। শেষ কয়েকটি ম্যাচে পাওয়ার প্লে-র পরে বল ঘুরেছে। স্পিনাররা সাহায্য পেয়েছে।" দলের অন্যতম বোলার বরুণ চক্রবর্তীরও প্রশংসা করলেন অধিনায়ক শ্রেয়স। জানালেন, তাঁর এই ফর্মই আগামী ম্যাচগুলিতে চায় দল।
ব্যাটিং নিয়ে অধিনায়ক শ্রেয়স টিমের সতীর্থদের সঙ্গে কী কী পরিকল্পনা করেন। শ্রেয়স জানিয়েছেন, সুনীল নারিনের সঙ্গে ব্যাটিং নিয়ে কোনও আলোচনা হয় না। ফিল সল্ট ও নারিনের বোঝাপড়া আছে। কীভাবে খেলা প্রয়োজন, ওরাই আলোচনা করে নেন। শ্রেয়স জানান, মাঠের বাইরে বসে এমন ইনিংস দেখার মজাও আলাদা।