আইপিএল শুরুর আগে ধাক্কা কেকেআর শিবিরে। রঞ্জি ট্রফির ফাইনাল খেলতে গিয়ে ফের চোট পেলেন শ্রেয়স। আইপিএল খেলতে পারবেন কিনা, তা নিয়ে ফের জল্পনা তৈরি হয়েছে। রঞ্জি ট্রফির ফাইনালে টানা ২ দিন মাঠে নামতে পারেননি শ্রেয়স আইয়ার।
মুম্বইয়ের দ্বিতীয় ইনিংসে ৯৫ রান করেন শ্রেয়স। ইনিংস চলার মাঝেই দুবার ফিজিয়োকে ডাকেন তিনি। শোনা গিয়েছে, পুরনো চোটেই ফের ব্যথা করছে তাঁর। ৯ দিন পরই আইপিএলের প্রথম ম্যাচে নামবে কেকেআর।
রঞ্জি ফাইনালের তৃতীয় দিন ফিল্ডিং করতে পারেননি শ্রেয়স। স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুম্বই টিমের এক সদস্য জানিয়েছেন, শ্রেয়সের চোট দেখে ভাল মনে হচ্ছে না। আইপিএলের আগে এই ঘটনায় ফের চিন্তা বাড়ল কেকেআরের।