বিশ্বকাপ খেলার পর চোট ছিল। ওই চোট নিয়েই তাঁকে পারফর্ম করতে হয়েছে। এমনকি সাহায্য চাইলেও কাউকে পাশে পাননি তিনি। আইপিএল ফাইনালের আগে এভাবেই বোর্ডের বিরুদ্ধে সরব হলেন কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ার।
বিশ্বকাপের পর ঘরোয়া ক্রিকেট না খেলার অভিযোগ উঠেছিল কলকাতার অধিনায়কের বিরুদ্ধে। এমনকি রঞ্জি না খেলার কারণে তাঁকে বোর্ডের শাস্তির মুখে পড়তে হয়েছে। কেন্দ্রীয় চুক্তি থেকে তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। কারণ শ্রেয়সকে ফিট সার্টিফিকেট দিয়েছিল জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। যদিও পরে রঞ্জির সেমিফাইনাল এবং ফাইনালে খেলেছিলেন শ্রেয়স।
শনিবার সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গ ওঠে। তখন শ্রেয়স বলেন, আমার দীর্ঘ ফরম্যাটে খেলতে সমস্যা হচ্ছিল। কিন্তু কেউ মানতে চায়নি। লড়াইটা আমার নিজের সঙ্গেও। আইপিএলে নিজের সেরাটা দেওয়া আমাদের লক্ষ্য। সেটা করতে পারব বলেই বিশ্বাস।'