সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪ সালে অধিনায়ক হিসেবে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন গৌতম গম্ভীর। ১০ বছর পর শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এল জয়। কেকেআরের এই ট্রফি জয়ের সঙ্গে জড়িয়ে গেল আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ জয়ের কিছু মুহূর্ত। কাতারে মেসিদের স্মৃতি ফেরালেন নাইট অধিনায়ক শ্রেয়স।
কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হন লিওনেল মেসিরা। ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের পর মঞ্চে উঠে মেসির সেলিব্রেশন এখনও ভুলতে পারেননি অনেক ফুটবলপ্রেমী। ট্রফি নিয়ে দি মারিয়া, দিবালাদের দিকে নাচতে নাচতে এগিয়ে যান মেসি।
রবিবার চিপকে আইপিএল ট্রফি নিয়ে মেসির স্টাইলেই সেলিব্রেট করলেন নাইট অধিনায়কও। গত মরশুমের সেরা ক্রিকেটার রিঙ্কু সিং, রহমাতুল্লাহ গুরবাজ, মিচেল স্টার্কদের দিকে এগিয়ে গিয়ে ট্রফি নিয়ে সেলিব্রেট করেন শ্রেয়স। যা সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল।