শুক্রবার থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্ব। দ্বিতীয় ম্যাচে মুম্বইয়ের প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ। প্রথম ম্যাচে বাংলার বিরুদ্ধে তিন পয়েন্ট তুলেছে অন্ধ্র। এবার মুম্বই স্কোয়াডে এলেন শ্রেয়স আইয়ার। ইশান কিষাণ রঞ্জিতে খেলবেন কিনা, তা এখনও জানা যায়নি। তবে শ্রেয়স রঞ্জি খেলে ইংল্যান্ড টেস্টে দলে জায়গা পেতে মরিয়া।
মোহালিতে নামার আগেই রাহুল দ্রাবিড় দুই ক্রিকেটারকে নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, রঞ্জিতে নিজের জায়গা তৈরি করে ফের দুই ক্রিকেটারকে জাতীয় দলে ফিরতে হবে। শ্রেয়স শুক্রবার থেকেই রঞ্জি খেলবেন।
দক্ষিণ আফ্রিকা সফরে মানসিক অবসাদ বলে সরে দাঁড়ান ইশান কিষাণ। এরপর তাঁকে দুবাইয়ের একটি পার্টিতে দেখা যায়। জল্পনা তৈরি হয়, ইশান কিষাণকে শাস্তি দিয়েছে বোর্ড। ক্রিকেটপ্রেমীদের দাবি, শ্রেয়স আইয়ারের বিরুদ্ধেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলেছে বোর্ড। কিন্তু কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দেন, এমন কিছুই হয়নি।