একটা রান আউট। আর তাতেই বদলে গেল বিশাখাপত্তনমে ভারতের জয়ের চিত্রনাট্য। শ্রেয়সের থ্রোয়ে আউট ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। ইংল্যান্ড অধিনায়ককে আউট করে তাঁর সেলিব্রেশন তাঁকেই ফিরিয়ে দিলেন শ্রেয়স আইয়ার। এই টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ক্যাচ নিয়ে শ্রেয়সকে আউট করেছিলেন স্টোকস। চতুর্থ দিনে রান আউটে তা ফেরত দিলেন শ্রেয়স।
প্রথম টেস্টে জিতে সিরিজে ১-০ ফলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড৷ কিন্তু দ্বিতীয় টেস্ট রীতিমতো দাপটে জিতে দুর্দান্ত কামব্যাক করল ভারত। চতুর্থ ইনিংসে ৩৯৯ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ইংল্যান্ড অল আউট হয়ে গেল ২৯২ রানে।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দারুণ বল করলেন যশপ্রীত বুমরা৷ ৪৬ রানে ৩ উইকেট নিলেন তিনি। স্পিনার রবীচন্দ্রন আশ্বিনও নিয়েছেন ৩ উইকেট। তিনি দিয়েছেন ৭২ রান।