বিশ্বকাপে বড় রান না পেলেও বাবরের 'সিংহাসন' -এর থেকে মাত্র কয়েক পয়েন্ট দূরে রয়েছেন ভারতীয় তারকা ব্যাটার শুভমন গিল (Shubman Gill )। আইসিসি ওডিআইয়ের সর্বশেষ ব্যাটিং র্যাঙ্কিং অনুযায়ী, এই তালিকার শীর্ষে রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম।
আর ৮২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন শুভমন। আর দুজনের মধ্যে মাত্র ৬ পয়েন্টের ফারাক রয়েছে। এই ৬ পয়েন্ট পেলেই বাবর আজমকে পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে আসবেন শুভমান গিল।
আরও পড়ুন - লক্ষ্মীপুজোর দুপুরে বিশ্বকাপের হালখাতা কলকাতায়, টিকিট নিয়ে বিক্ষোভ
২০২৩ আইসিসি ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত পারফমেন্সের জন্য পুরস্কৃত হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তিনি আর ডেভিড ওয়ার্নার যৌথ ভাবে পঞ্চম স্থানে রয়েছেন। অষ্টম স্থানে রয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। ভারত একমাত্র দল যার তিন জন ব্যাটার আইসিসি ওডিআইয়ের ব্যাটিং র্যাঙ্কিংয়ের প্রথম ১০-এ রয়েছে।