আইপিএল আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গুজরাটের অধিনায়ক শুভমান গিলকে মোটা টাকা জরিমানা করল বোর্ড। মঙ্গলবার অর্থাৎ ২৬ মার্চ চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচে গুজরাটের অধিনায়কের ভুলের কারণেই এই জরিমানা বলে জানা গিয়েছে।
কী ভুল করেছিলেন শুভমান?
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুজরাট টাইটান্স ২০তম ওভারের বোলিং সময় মতো শুরু করতে পারেনি। ফলে স্লো-ওভার রেট বজায় রাখার জন্য শুভমানকে ১২ লক্ষ টাকা জরিমানা করেছে বোর্ড।
আরও পড়ুন - থাকছে দিন-রাতের টেস্ট, ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা
শুভমানের এহেন ভুল প্রথমবার হওয়ার কারণে তাঁকে ১২ লক্ষ টাকা জরিমানা করেছে বোর্ড। কিন্তু দ্বিতীয়বার এহেন ভুল হলে জরিমানার পরিমাণ ৫০ লক্ষ টাকা পর্যন্তও হতে পারে। ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, অধিনায়কত্বের শুরুতেই এই শাস্তির ফলে কিছুটা চাপ বাড়তে পারে গিলের উপর।