শনিবার, আজ থেকেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলে নামবে টিম ইন্ডিয়া। অধিনায়ক সূর্যকুমার যাদব। আর হার্দিক পান্ডিয়াকে সরিয়ে সহ-অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। গুঞ্জন হার্দিকের পর এবার নাকি পদ খোয়াতে পারেন যশপ্রীত বুমরাও। এতদিন টেস্ট ক্রিকেটের সহ অধিনায়ক ছিলেন যশপ্রীত বুমরাক। শোনা যাচ্ছে সেখানেও এবার সহঅধিনায়ক হতে পারেন শুভমান গিল।
ভারতীয় দলের নতুন কোচ হয়েছেন গৌতম গাম্ভীর। আর দায়িত্ব নেওয়ার পর থেকেই দেখা যাচ্ছে ২৪ বছরের শুভমানের প্রতিই তাঁর ভরসা রয়েছে। কারণ দায়িত্ব নেওয়ার পরেই তিনি জানিয়েছেন, শুভমানকে প্রতিটি ফরম্যাটেই খেলাতে চান তিনি। এমনকি আগামী দিনে ভারতের অধিনায়ক হিসেবে দেখতে চান তাঁকে।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট ম্যাচ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। নাগপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে। একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলের নতুন ডেপুটি করা হবে শুভমান গিলকে।