গুজরাট টাইটান্সে শুভমন গিলের নতুন সতীর্থ রবীন মিঞ্জ। সম্প্রতি রাঁচি বিমানবন্দরে এই নতুন সতীর্থের বাবার সঙ্গে দেখা করলেন শুভমন। ওই বিমানবন্দরে নিরাপত্তারক্ষীর কাজ করেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ খেলার পর ভারতীয় দল যখন রাঁচি ছাড়ছিল, সেই সময়েই রবীনের বাবা ফ্রান্সিস জেভিয়ার মিঞ্জের সঙ্গের দেখা করেন শুভমন। সেই অভিজ্ঞতা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন শুভমন। যা ইতিমধ্যেই অনুরাগীদের হৃদয় জিতে নিয়েছে।
ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, শুভমন রবীনের বাবার সঙ্গে কথা বলছেন। তিনি গিলকে টেস্ট সিরিজ জয়ের জন্য শুভেচ্ছা জানান। একইসঙ্গে গুজরাট টাইটান্সের আগামী আইপিএল মরসুমের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। তাঁর ছেলেকে দলে নেওয়ার জন্যও ধন্যবাদ জানান। এরপর একে অপরের সঙ্গে হাত মেলাতেও দেখা যায়।
এই ছবি নিজের স্টোরিতে আপলোড করে শুভমন ক্যাপশনে লেখেন, 'রবীন মিঞ্জের বাবার সাথে দেখা করে সম্মানিত। আপনার যাত্রা এবং কঠোর পরিশ্রম খুবই অনুপ্রেরণাদায়ক। আপনাকে আইপিএলে দেখার জন্য অপেক্ষা করছি।'
আরও পড়ুন - বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে কারা রয়েছেন? কত টাকাই বা পাচ্ছেন তাঁরা? রইল তালিকা
ডিসেম্বরে চলতি মরশুমের আইপিএল নিলামে, গুজরাট টাইটানস রবীনকে ৩.৬ কোটি টাকায় সই করেছিল। রবিনই প্রথম আদিবাসী ক্রিকেটার যিনি আইপিএল খেলেছেন।