বাংলাদেশ সিরিজের আগে ভারতীয় দলের প্রায় সকলেই মাঠে নেমেছেন দলীপ ট্রফি খেলতে। ভারতের চারটি দলের মধ্যে চলছে এই টুর্নামেন্ট। ভারতের-এ এবং বি টিমের খেলা চলছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। ভারতের-এ দলের অধিনায়ক শুভমন গিল। কিন্তু দলীপের ময়দানে তাঁকে দেখা গেল জার্সিতে টেপ লাগিয়ে খেলতে। কেন এমন করলেন শুভমন?
জানা গিয়েছে, কোনও কারণে দলীপ খেলার জার্সি ছিল না শুভমনের কাছে। সেই কারণেই কোনও এক সতীর্থের জার্সি পরে মাঠে নেমেছিলেন। আর সেই কারণেই বিভ্রান্তি এড়াতে নিজের জার্সিতে টেপ লাগিয়ে জার্সি নম্বর ঢেকে ফেলেছিলেন তিনি। যদিও এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বা শুভমন এই বিষয়ে কিছু জানাননি।
অনূর্ধ্ব ১৯ থেকেই ৭৭ নম্বর জার্সি পরে খেলেন শুভমন গিল। ৭ নম্বর জার্সির উপর ভালবাসা রয়েছে গিলের। কিন্তু ভারতীয় দলে ৭ নম্বর জার্সি পরতেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর অবসরের পর ওই জার্সি কাউকে দেওয়া হয় না। সেই কারণেই ৭৭ নম্বর জার্সি পরে খেলেন শুভমন।