ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। থ্রিলিং ম্যাচে ২ উইকেটে জয়ের পর ড্রেসিংরুমে সেলিব্রেশনে মাতল দল। আর সেই সেলিব্রেশন ভিডিও শেয়ার করলেন অধিনায়ক শিখর ধাওয়ান (Sikhar Dhawan)।
দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের পর সোশ্যাল মিডিয়ায় ড্রেসিংরুমের ভিডিও শেয়ার করেন গব্বর। সেখানে তিনি লেখেন, "প্রতিভা থাকলে ম্যাচ জেতা যায়। কিন্তু বুদ্ধিমত্ত্বা চ্যাম্পিয়নশিপ জেতায়।"
আরও পড়ুন: লারার ত্রিনিদাদে আজই সিরিজ চান শিখর
রবিবার অক্ষর প্যাটেলের ৩৫ বলে ৬৪ রানের ইনিংসে দারুণ জয় পায় টিম ইন্ডিয়া। শেষ ১০ ওভারে ভারতের দরকার ছিল ১০০ রান। উইকেটে ছিলেন দীপক হুডা ও অক্ষর প্যাটেল। এই পরিস্থিতিতে দারুণ পারফরম্যান্স আসে অক্ষরের ব্যাট থেকে। বাঁ হাতি ব্যাটারকে সঙ্গ দেন দীপক। তিনি ৩৩ রান করে আউট হলেও অক্ষর উইকেটে ছিলেন। ম্যাচ শেষ করে আসেন তিনি।