ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। আহমেদাবাদে বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। বোর্ডের পাশেই দাঁড়ালেন প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। জানালেন, বিসিসিআই এবার যেভাবে বিশ্বকাপ আয়োজন করবে, তা মনে রাখবে গোটা ক্রিকেটবিশ্ব। সঙ্গে ট্যাগ করলেন জয় শাহ, রজার বিনিদের।
এদিন টুইট করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি প্রেসিডেন্ট থাকাকালীন ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করা হয়নি। কিছুটা আবেগপ্রবণও সৌরভ। তিনি টুইটে লেখেন, "ভারতে বিশ্বকাপ দেখার জন্য অপেক্ষা করছি। কোভিডের সময় প্রেসিডেন্ট ছিলাম। দারুণ ভেন্যু ও লোকেশন ঠিক করা হয়েছে। অনেক স্টেডিয়াম বাড়তি মাইলেজ পাবে। ক্রিকেট বিশ্ব মনে রাখবে। বিসিসিআই, জয় শাহ, রজার বিনি ও বোর্ডের কর্মীদের শুভেচ্ছা।"
আরও পড়ুন: পাকিস্তানের দুটি ম্যাচ, সঙ্গে সেমিফাইনাল, নিরাপত্তা নিয়ে আত্মবিশ্বাসী সিএবি
সৌরভের সময় T20 বিশ্বকাপ ভারতে হওয়ার কথা ছিল। কিন্তু তা ২০২১ সালে আরব আমিরশাহিতে নিয়ে যাওয়া হয়। সৌরভ সেই সময় দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজনের চেষ্টার ত্রুটি রাখেননি। এবার ওয়ানডে বিশ্বকাপের আগে আবেগপ্রবণ মহারাজ।