লন্ডনে বিশেষ সম্মান সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। বুধবার ব্রিটিশ পার্লামেন্টে (British Perliament) সংবর্ধনা দেওয়া হয় বিসিসিআই প্রেসিডেন্টকে। বৃহস্পতিবার ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনালের ২০ বছর। লর্ডসে সৌরভের জার্সি ঘোরানোর সেই দৃশ্য এখনও মনে গেঁথে ক্রিকেট অনুরাগীদের। ২০ বছর পর একই দিনে ব্রিটিশ পার্লামেন্টে বিশেষ সম্মান পেয়ে অভিভূত সৌরভও।
এদিন সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, "বাঙালি হিসেবে ব্রিটিশ সংসদে সংবর্ধনা পাওয়া খুবই ভাল ব্যাপার। ওনারা ৬ মাস আগে আমার সঙ্গে যোগাযোগ করেন। প্রত্যেক বছর একজনকে বিশেষ সম্মান দেওয়া হয়। এবার আমি পেয়েছি।" ন্যাটওয়েস্ট ফাইনালের ২০ বছর নিয়েও আবেগপ্রবণ সৌরভ। বোর্ড প্রেসিডেন্ট বলেন, "ইনস্টাগ্রামে দেখলাম। অনেকদিন হয়ে গেল, তাই না! ২০ বছর। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানো, এর থেকে ভাল আর কী হতে পারে! বর্তমান টিমও সেটাই করছে। ভারত T20 সিরিজ জিতেছে। ওয়ান ডে সিরিজও এগিয়ে আছে।"
আরও পড়ুন: লর্ডসে কি নামবেন বিরাট, বৃহস্পতিবার সিরিজ জয়ের অপেক্ষায় রোহিতরা
বৃহস্পতিবার ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনালের ২০ বছর। এই দিন লর্ডসে ফের নামছে ভারত ও ইংল্যান্ড। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে জিতলে সিরিজ জয় নিশ্চিত করবে টিম ইন্ডিয়া।