CAB সভাপতি হচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দায়িত্ব পেলেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। রবিবার ইডেনে যান প্রাক্তন বোর্ড সভাপতি। শনিবারই তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল। সময় ছিল বিকেল পাঁচটা। কিন্তু দেরি হওয়ায় মনোনয়ন জমা দিতে পারেননি সৌরভ। রবিবার দুপুরে ইডেনে দেখা যায় মহারাজকে। সেখানেই জানা যায়, মনোনয়ন জমা দিচ্ছেন না সৌরভ।
গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। সৌরভ কি বঙ্গক্রিকেটের সভাপতি হবেন! নাকি দায়িত্ব পাবেন তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়! শনিবার সৌরভের মনোনয়ন জমা না দেওয়াতেও প্রশ্ন ওঠে। শেষ মুহূর্তে কি সিএবির নির্বাচনে (CAB Election) নাটকীয় মোড় দেখা যাবে। রবিবার জানা গিয়েছে, সিএবির সভাপতি নির্বাচনই হচ্ছে না। নতুন সভাপতি পদে আসছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: মেলবোর্নে বাক্যহারা কিং কোহলির কাছে মোহালি আজও রূপকথা
বোর্ড সভাপতি হওয়ার আগে ২০১৫-২০১৯ সাল পর্যন্ত সিএবি সভাপতি ছিলেন সৌরভ। আগামী ৩১ অক্টোবর সিএবি নির্বাচন। শনিবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু শেষ মুহূর্তে নির্বাচন থেকে নিজের নাম সরিয়ে নিলেন সৌরভ।