বছরের শেষদিনে এল ভালো খবর। অবশেষে হাসপাতাল থেকে ছুটি পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শুক্রবার দুপুরেই বাড়ি ফিরলেন মহারাজ৷ বিসিসিআই সভাপতি (BCCI President) তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের (Former Indian Captain) শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে আপাতত তাঁকে বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মেনে চলতে হবে কোভিড প্রোটোকল (Covid 19 Guidelines)।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌরভের সর্দি নেই। দুর্বলতাও প্রায় নেই। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন মহারাজ।
আরও পড়ুন: আপাতত স্থিতিশীল রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জানালো হাসপাতাল কর্তৃপক্ষ
স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়া করতে পারছেন সৌরভ। তাঁকে মাল্টি ভিটামিন, ভিটামিন সি জাতীয় ওষুধ দেওয়া হচ্ছে। আরও কিছুদিন বিশ্রাম প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।