মাঝে আইপিএল। এরপরই T20 বিশ্বকাপ। বিশ্বকাপে কি রোহিত আর বিরাট থাকবেন! তা নিয়ে জল্পনা চলছেই। এরই মাঝে রোহিতকে নেতৃত্বে দেখতে চাইলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি বিরাটও দলে থাকুন, চান সৌরভ।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট জানান, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতেরই ক্যাপ্টেন্সি করা উচিত। বিরাটকেও টিমে রাখা উচিত।’
Chile Women's Hockey Team : রাঁচি পৌঁছল চিলির মহিলা হকি দল, খেলোয়াড়রা পা মেলালেন মাদলের তালে
রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ জানিয়েছেন, তিনি চান এই দলে রোহিতের একজন বিশ্বস্ত সৈনিক হিসাবে থাকুক বিরাটও। কারণ, এই দু জনের উপরেই নির্ভর করছে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভবিষ্যৎ।