আর মাত্র ৮টি টেস্ট বাকি। তাহলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট। এরপর অস্ট্রেলিয়ার ঘরের মাঠে পাঁচটি টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফির আগে তাই সতর্ক টিম ইন্ডিয়া। আর এই টিম ইন্ডিয়ার সৌরভ আস্থা রাখছেন ঋষভ পন্থের ব্যাটেই।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই দলেরই অধিনায়ক ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার পর চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন। ৬৩৪ দিন পর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফিরেছেন তিনি। দ্বিতীয় টেস্টে সেঞ্চুরিও এসেছে পন্থের ব্যাট থেকে। অস্ট্রেলিয়া সফরে ঋষভ পন্থকে নিয়ে স্বপ্ন দেখছেন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়ক জানান, "পন্থ দারুণ ক্রিকেটার। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের সেরা ক্রিকেটার হতে পারে ও।" তবে ভারতের অস্ট্রেলিয়া সফর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ওঠার অন্যতম বাধা হতে পারে, তাও সতর্ক করেছেন মহারাজ।
পন্থকে নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও। সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের প্রশ্ন করা হয়, কে সবথেকে বেশি স্লেজ করে। সবাই পন্থের নামই নেন। পন্থ যদিও জানান, তিনি স্লেজ করতে মজা পান। কাউকে ব্যক্তিগত আক্রমণ করেন না। পন্থ জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও তাঁর সঙ্গে আলাপ হওয়ার পর জানান, তিনিই সেই ক্রিকেটার কিনা, যিনি উইকেটের পিছনে সবথেকে বেশি স্লেজ করেন।