বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকা (South Africa Cricket team)। দল থেকে ছিটকে গেল দুই জোরে বোলার। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, অনরিখ নোখিয়া (Anrich Nortje) এবং সিসান্ডা মাগালা (Sisanda Magala) এই দুই জোরে বোলারকে বিশ্বকাপে পাওয়া যাবে না।
এই সিদ্ধান্তের ফলে, দল বেশ চাপের মুখে পড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে। এই দুজনের বদলে বিশ্বকাপে খেলবেন অ্যান্ডিল ফেলুকায়ো এবং লিজাড উইলিয়ামস।
আরও পড়ুন - বিশ্বকাপের মহড়া, মোহালি থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়ার লড়াই
জানা গিয়েছে, নোখিয়ার পিঠের নীচের দিকে স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। অন্যদিকে, আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন মাগালা। সেই কারণেই ঝুঁকি এড়াতে দু'জনকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে।