T20 বিশ্বকাপ খেলতে আমেরিকায় বিরাট কোহলি। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে কোনও ফাঁক রাখতে চাইছে না মার্কিন প্রশাসন। বিরাটের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। বিরাট কোহলি ও ভারতীয় দলের নিরাপত্তায় ঘোড়সওয়ার পুলিশের বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার ভারত-বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে সেই নিরাপত্তার ছবি দেখা গিয়েছে।
এবার T20 বিশ্বকাপে অন্যতম বড় নাম বিরাট কোহলি। মার্কিন মুলুকেও তাঁকে নিয়ে উন্মাদনা রয়েছে। বিশ্বকাপের আয়োজক দেশের সেকথা অজানা নয়। তার উপর T20 বিশ্বকাপ বানচাল করার একাধিক হুমকিও রয়েছে। তাই নিউ ইয়র্কে কড়া ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।
শনিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে যায় ভারত। T20 বিশ্বকাপে ৫ জুন ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত।