কাজে এল না লড়াই। মাত্র ৩ রানে হারল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ১৯৩ রান তাড়া করতে নেমে ১৯০ রানে শেষ হয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস। হায়দরাবাদের (Sunrisers Hyderabad) জয়ে প্লে-অফের (Play Off) লড়াই অনেকটাই কঠিন হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ ১৯৩ রান তোলে। ৪৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেন রাহুল ত্রিপাঠি। ২৬ বলে ৪২ রান করেন প্রিয়ম গর্গ। ২২ বলে ৩৮ রান করেন নিকোলাস পুরান। তিন উইকেট নেন মুম্বইয়ের রমনদীপ সিং।
আরও পড়ুন: জয়ের খোঁজে আত্মবিশ্বাসী কলকাতা, প্লে-অফে যাওয়াই লক্ষ্য লখনউ সুপার জায়ান্টসের
জবাবে ব্যাট করতে নেমে ৩৬ বলে ৪৮ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ইশান কিষাণের ব্যাট থেকে আসে ৪৩ রানের ইনিংস। ১৮ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস আসে টিম ডেভিডের ব্যাট থেকে। তিন উইকেট নেন হায়দরাবাদের বোলার উমরান মালিক।