আইপিএলের লিগ পর্ব জিতেই শেষ করল সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার রুদ্ধশ্বাস ম্যাচে পঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারালেন প্যাট কামিন্সরা। এই ম্যাচে জয়ের পরই পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ। তবে কলকাতা ও রাজস্থান রয়্যালসের ম্যাচের পর জানা যায়, চূড়ান্ত তালিকা কী হবে।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংসের নতুন অধিনায়ক জিতেশ শর্মা। শুরুটা ভালই করে পঞ্জাব। অর্থব তাওড়ে ও প্রভসিমরন সিং ওপেনিংয়ে ৯৭ রানের পার্টনারশিপ গড়েন। রিলি রুসো ৪৯ রান করেন। শেষ বেলায় ব্যাট করতে নেমে এই পঞ্জাব অধিনায়ক জিতেশ শর্মা ১৫ বলে ৩২ রান করেন। ২০ ওভারে ২১৪ রান তোলে পঞ্জাব।
রান তাড়া করতে নেমে প্রথম বলেই ফেরেন ট্রেভিস হেড। ধাক্কা সামলে হায়দরাবাদকে ভরসা দেন অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠী। ৬৬ রান আসে অভিষেকের ব্যাটে। ৩৩ রান করেন রাহুল। নীতিশ রেড্ডের ব্যাটে আসে ৩৭ রান। হেনরি ক্লাসেন ৪২ রান করে ফেরেন। ৬ উইকেট হারিয়েও শেষ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেন সানরাইজার্স হায়দরাবাদ।