ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক হল না দিল্লি ক্যাপিটালসের। ৬৭ রানে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ। লক্ষ্য ছিল ২৬৭। ১৯.১ ওভারে ১৯৯ রানে অলআউট পন্থ ব্রিগেড। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এলেন প্যাট কামিন্সরা। ট্রেভিস হেড, অভিষেক শর্মা, শাহবাজ আহমেদরা বড় ইনিংস খেললেন। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নিলেন হায়দরাবাদের পেসার নটরাজন।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে বিধ্বংসী ইনিংস আসে ট্রেভিস হেড ও অভিষেক শর্মার ব্যাটে। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলে দেন শাহবাজ আহমেদ। এই মরশুমে এই নিয়ে তিনবার ২৫০-এর বেশি রান তুলল সানরাইজার্স। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে এদিন ২৬৬ রান তোলেন তাঁরা।
ঘরের মাঠে এত বড় রানের টার্গেট নিয়ে শুরুটা একেবারেই ভাল হয়নি দিল্লির। ১ রানে ফেরেন ডেভিড ওয়ার্নার। ১৬ রান করে ফেরেন পৃথ্বী শ। দিল্লিকে লড়াইয়ে ফেরান অজি ব্যাটসম্যান জেক ফ্রেজার ম্যাকগার্ক। ১৮ বলে ৬৫ রান করেন তিনি। ২২ বলে ৪২ রান করলেন অভিষেক পোড়েল। শেষ দিকে ৩৫ বলে ৪৪ রান করেন অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু পেসার নটরাজন শেষ ওভারে ৩ উইকেট তুলে নেন। নীতিশ কুমার রেড্ডির শেষ ওভারের প্রথম বলেই ফেরেন ঋষভ পন্থও। শেষ হয়ে যায় দিল্লির ইনিংস।