ক্রিকেট বিশ্বের প্রাক্তন তারকা ক্রিকেটারদের নিয়ে শুরু হতে চলেছে লেজেন্ডস লিগ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই লিগের সূচি। আর এই লিগের হাত ধরেই ভূস্বর্গ কাশ্মীরে ফিরবে লাইভ ক্রিকেট।
এর আগে ১৯৮৬ সালের ৯ সেপ্টেম্বর কাশ্মীরে শেষ বারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছিল। এই ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। চার দশক পর ফের ভূ-স্বর্গে ক্রিকেট ফিরছে দেখে স্বাভাবিক ভাবেই খুশি সকলেই। এমনকি ক্রিকেটাররাও এমন সুন্দর জায়গায় খেলতে উৎসাহী।
লেজেন্ডস লিগ ক্রিকেট অর্থাৎ এলএলসি শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর থেকে। প্রথম ম্যাচটি হবে যোধপুরের বরকত উল্লাহ খান স্টেডিয়ামে। এছাড়াও সুরাট এবং এই লিগের শেষের দিকের খেলাগুলি হবে শ্রীনগর এবং জম্মুতে। এই সূচি দেখে বোঝাই যাচ্ছে, এটা কাশ্মীরের জনতার কাছে এটা একটা দারুণ সুযোগ তারকাদের খেলা চাক্ষুস করা।
চলতি মরশুমে এই লিগে ছয়টি দলের মধ্যে ১৬টি ম্যাচ হবে। ফাইনাল খেলা হবে ১৬ অক্টোবর। ২০ সেপ্টেম্বর শুরুর পরে ২৭ সেপ্টেম্বর থেকে সুরাটে খেলা হবে। এরপর ৬ অক্টোবর থেকে শেষ পর্যায় খেলা হবে শ্রীনগরের।