ইন্দোরে ইতিহাস গড়লেন শুভমান গিল। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ক্যালেন্ডার বর্ষে চারটি সেঞ্চুরি করলেন শুভমান গিল। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ষষ্ঠ সেঞ্চুরি করলেন তিনি। প্রথম ৩৫ ইনিংসে ১৯০০ রান করলেন শুভমান। এর আগে সবথেকে বেশি রান করেছিলেন সচিন তেন্ডুলকর। এরপরই ছিলেন হাসিম আমলা, বাবর আজমরা। ২০১৯ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক করেন শুভমান গিল।
এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্দোরে রেকর্ড গড়ল ভারতও। এতদিন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ রান ছিল ৩৮৩। ২০২০ সালে ৩৮৯ রান করেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে দিল কে এল রাহুলের ভারতের। অল্পের জন্য ৪০০ ছোঁয়া হল না।
১২ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪১৮ রান তোলে ভারত। বীরেন্দ্র সেহওয়াগ সেই ম্যাচে ২১৯ রান করেন। আরও পাঁচবার ৪০০-এর বেশি রান করেছে ভারত।